• লিড

    জগন্নাথপুরে কালিটেকী সরঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল

      প্রতিনিধি ২২ মার্চ ২০২১ , ২:৩০:১৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বর্তমান ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভূমি দাতা বালিকান্দী গ্রাম নিবাসী মরহুম আব্দুল আজিজ এর আব্দুন নূর ও কালিটেকী গ্রাম নিবাসী মেঘলাল বৈদ্য এর মধ্যে কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতার নাম করন ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষে ২২ শে মার্চ দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির আয়োজনে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে ও শিক্ষা কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক উপজেলা শিক্ষা কমিটির সদস্য হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান, কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা মরহুম আব্দুল আজিজ এর ভাই বালিকান্দী গ্রাম এর বিশিষ্ট মুরুব্বী শিক্ষানুরাগী মোঃ আব্দুন নূর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আলাল হোসেন রানা, বিশিষ্ট সালিসি ব্যাক্তি মোঃ মিজানুর রহমান মাষ্টার, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ ও মেঘলাল বৈদ্য।
    এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, বালিকান্দী গ্রাম এর বিশিষ্ট মুরুব্বী মোঃ জমির আলী, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, প্রভাষক বিজিত বৈদ্য, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ তারা মিয়া, শিক্ষক রুপক কান্তি দে, শিক্ষিকা রেবা রানী বৈদ্য, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোঃ ফখরুল হোসেন, সমাজ সেবক মোঃ সাজ্জাদ মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম, মোঃ বাদশাহ মিয়া, প্রহলাদ দেবনাথ, কাজল দেবনাথ, বলরাম দেবনাথ, ডাঃ সামছুল হক, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন শিপু, যুবলীগ নেতা বিল্লাল আহমদ, কমর মিয়া, চন্দন মিয়া,ইসমাইল গনি লাল, ধীরেন্দ্র বৈদ্য, অজিত বৈদ্য, অবিনাশ বৈদ্য,ডাঃ রঞ্জিত বৈদ্য ওরফে আবু, রাধা বৈদ্য, শ্রীকান্ত বৈদ্য ও রাজ শেখর বৈদ্য রাজীব সহ প্রমূখ ।
    কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিযোগ এর পরিপ্রেক্ষিতে এই সভায় সর্বসম্মতিক্রমে কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান।
    এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান বলেন, কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম এর অভিযোগ থাকায় বর্তমান ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। অচিরেই নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হবে।

    আরও খবর

    Sponsered content