প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ১:৪২:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ রুবেল মিয়ার সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘোষগাঁও (নয়াগাঁও) বলাই নগরে অবস্থিত আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্র ৯ ই মার্চ বিকালে শুভ উদ্বোধন করেছেন প্রবীণ মুরব্বি মোঃ বলাই মিয়া। এসময় উদ্বোধক প্রবীণ মুরুব্বী বলাই মিয়ার সভাপতিত্বে ও ক্বারী মাওলানা ইকরাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বি গৌছ মিয়া, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য আমিনুর রহমান জিলু, চমক আলী, নূরুল ইসলাম, তাজুল ইসলাম, আলোর দিশারি কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোঃ মিটন মিয়া ও রমজান আলী প্রমুখ। শুরুতে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওঃ মোঃ মিটন মিয়া এবং দোয়া পরিচালনা করেছেন ক্বারী মাওলানা ইকরাম হোসেন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি মোঃ বলাই মিয়া আলোর দিশারি কুরআন শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমাদের এই এলাকার কোমলমতি শিশুরা ইসলাম ও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, আপনাদের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই, আমি আশা করবো আপনারা যথাযথ ভাবে এই ইসলামী কেন্দ্রের বিকাশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।