প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ৪:১৯:১৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ শাহবাজ মিয়াকে সভাপতি ও এসএম মাসুম আহমদকে সাধারন সম্পাদক করে ২নং পাটলী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগ এর র আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
দলীয় সুত্রে জানাযায়, মুজিব আদর্শের রাজপথের লড়াকু সৈনিক মোঃ শাহবাজ মিয়াকে সভাপতি ও এসএম মাসুম আহমদকে সাধারন সম্পাদক করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগ এর আংশিক কমিটি গত ২ রা মার্চ অনুমোদন দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ও সাধারন সম্পাদক মোঃ মোতাহির আলী।
এই কমিটির সহ-সভাপতি মুক্তাধীর হোসেন ,শাহজাহান মিয়া, শিপু আহমদ, ফয়জুল হক, মনির মিয়া, দিলদার হোসেন, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, জান্নান মো: আলী আনাছ, আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ রাহিন মিয়া, বখতিয়ার উদ্দিন সামাজ,ফয়জুল হক, প্রচার সম্পাদক শাহ নেছার আহমদ সাগর, সহ প্রচার সম্পাদক মশাহিদ আহমদ, দপ্তর সম্পাদক আমিনুর রহমান রেদুওয়ান ও সহ দপ্তর সম্পাদক রুকন মিয়া।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।