প্রতিনিধি ২১ মার্চ ২০২১ , ২:৪১:২৮ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আজ ২১ মার্চ সকাল ১০টায় মতলব দক্ষিন থানা পুলিশের আয়োজনে বাজারস্থ এলাকা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক বিতরন করা হয়। মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচী ও জনসচেতনতামূলক কাযক্রমের শুভ উদ্বোধন করেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া।
জানা যায় যে, বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মতলব পৌর বাজারস্থ এলাকা, এন.এ.এম টাওয়ার মোড়, মেক্সিস্টেন্ড মোড়, টিএন্ডটি, পানির ট্যাংঙ্কি মোড় ও মতলব সেতুর টোল প্লাজা সহ বিভিন্ন পয়েন্টে গরীব ও অসহায় মানুষের মাঝে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, এক্য পরিষদ মতলব দক্ষিণ শাখার সভাপতি বাবু গনেশ ভৌমিক সহ মতলব দক্ষিণ থানার সকল অফিসারবৃন্দ ও ফোর্স বাহিনী।
উক্ত বিতরণ কার্যক্রমে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। দেশের স্বার্থে সকলের মাঝে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। করোনা প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।