• করোনা ভাইরাস নিউজ

    করোনায় আক্রান্ত বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ১০:৩০:৪৯ অনলাইন সংস্করণ

    আজিজুর রহমানঃ- বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত ১৩ মার্চ নমুনা পরীক্ষা করালে মঙ্গলবার (১৬ মার্চ) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমান মূসা জানান- করোনা সনাক্তের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।

    উল্লেখ্য যে বিশ্বনাথ উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২২জন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ২১০জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৫ জন।

    আরও খবর

    Sponsered content