প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৩:০২:২০ অনলাইন সংস্করণ
জাকারিয়া আবুল গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। রোববার বিকাল ৩টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপ-পরিদর্শক আশিষ তালুদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনুসর আহমদ, শিক্ষানবীশ অতিরিক্ত পুলিশ সুপার গোর্কি রোজ চৌধুরী, আনজুমা আক্তার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্জ্ব সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী প্রমুখ। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়