• অপমৃত্যু

    ইতালি যাওয়ার পথে ছাতকের ২ যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

      প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ৫:৫৭:২৪ অনলাইন সংস্করণ

    ইতালি যাওয়ার পথে ছাতকের ২ যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের ২ যুবকের ইউরোপের স্বপ্ন বেস্তে গেলো। মঙ্গলবার

    বসনিয়া থেকে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়ার একটি এলাকায় অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণ করেন রাজু আহমদ (২২) ও রিহান আহমদ (২৪)। স্বজন
    হারানোর শোকে পরিবারে চলছে কান্নার রোল। পাড়া-প্রতিবেশীরাও শোকে কাতর। ইউরোপের স্বপ্ন এখন এই দু’পরিবাওে কান্নায় পরিণত হয়েছে। রাজু আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতেরপাড়া গ্রামের হাজী মাসুক মিয়ার পুত্র ও আরশ আলী খাঁন ভাসানীর ভ্রাতুষপুুত্র। রিহান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাও গ্রামের গয়াছ মিয়ার পুত্র।
    এ বিষয়ে নিহত রাজু আহমদ এর চাচা আরশ আলী খাঁন ভাসানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানতে পেরেছি। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা ও সকলের নিকট দোয়া চান।

    আরও খবর

    Sponsered content