প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৭:০৬:৫০ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দিরাই উপজেলা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত শানে রিসালাত সম্মেলনে উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হকের সুযোগ্য পুত্র আল্লামা মামুনূল হকের আগমন উপলক্ষে জন সমুদ্রে পরিণত হয়েছে দিরাই স্টেডিয়াম মাঠ। সকাল সাড়ে ৮ টা থেকে শুরু করে সিলেট সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্ম প্রাণ মুসল্লীগণ ও যুব সমাজের লোকের সম্মেলনে আসা শুরু করেন,। দুপুর ১২ টা হওয়ার আগেই দিরাই বাজারস্থ বিভিন্ন মাঠ কানায় কানায় ভরে যায়। শানে রিসালাতের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটেছে। এখন পর্যন্ত যানবাহন আরোহন করে লোকজন বিভিন্ন প্রান্ত থেকে আগমন করছেন,। দিরাই উপজেলার শানে রিসালাতে হেফাজতের ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী ও জুনায়েদ আল-হাবীবের আগমনের কথা থাকলেও উপস্থিত মুসল্লীয়ানে কেরাম ও যুব সমাজের লোকেরা আল্লামা মামুনুল হকের জন্য অধীর অপেক্ষা করছেন,।কবে আসবে আল্লামা মামুনূল হক, এই আশা নিয়ে হাড় কাপনো রোদে বসে আছেন লক্ষাধিক মানুষ। দিরাই শানে রিসালাত কতৃপক্ষ জানিয়েছেন, আমাদের সম্মেলন সুষ্ঠ ও সুশৃঙ্খল ভাবে চলতেছে । সুনামগঞ্জের ইতিহাসে এই সর্ব প্রথম অনুষ্ঠিত এতো বড় সম্মেলন । অল্প কিছুক্ষণের ভিতরে আল্লামা মানুনুল হক সহ উলামায়ে কেরামগণ আগমন করবেন। আইন শৃঙ্খলা বাহিনী সম্মেলন শৃঙ্খলার জন্য মোতায়েন করা হয়। এছাড়া সাধারণ মানুষের সেবা ও সার্বিক পরিচালনার জন্য দুই শতাধিক সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে,।