• সারাদেশ

    আজ দিরাই স্মরণকালের বৃহৎ সমাবেশঃ আসছেন বাবু নগরী, মামুনুল হক ও জুনাইদ আল হাবি

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২১ , ৭:৫০:৩৩ অনলাইন সংস্করণ

    আকতার সাদিক, স্টাফ রিপোর্টারঃ
    হেফাজতে ব্যানারে দিরাই শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার।
    সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে সম্মেলন। দিরাই কলেজ সংলগ্ন স্টেডিয়াম মাঠে সানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা`র শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী।হেফাজতের সহ-সভাপতি ও দারুল উলুম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও আল্লামা নুরুল ইসলাম খান, হেফাজতের যুগ্ম-মহাসচিব ও তেজস্বী বক্তা আল্লামা জুনাইদ আল হাবিব।
    সানে রিসালাত সম্মেলনের মূল আকর্ষণ এই সময়ের বাংলাদেশের জনপ্রিয় ও আলোচিত বক্তা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব, শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা মামুনুল. হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনির, হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক, জমিয়তের কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল শুয়াইব আহমদ প্রমুখ।
    দিরাই শানে রিসালাত সম্মেলনকে কেন্দ্র করে সারা জেলা জুড়ে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময়ের ব্যাপক জনপ্রিয় আলোচক আল্লামা মামুনুল হক’কে একনজর দেখতে দিরাই’র ইতিহাসে বৃহত্তর জনসমাগম হতে যাচ্ছে। দিরাই উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাকিম এবিএম নোমান বলেন আজ দিরাইয়ে তৌহীদি জনতার ঢল যা অতীতের সকল রেকর্ড অতিক্রম করবে ইনশাআল্লাহ। হেফাজত নেতা ও খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সভাপতি ও চান্দিপুর মাদ্রাসার মুহতামিম মাওঃ নুর উদ্দিন বলেন আজকের সম্মেলনকে শান্তি-শৃঙ্খলার দাথে ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ৫ শতাধিক কর্মী!
    আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ লক্ষাধিক ধর্মপ্রাণ মানু‌ষের উপস্থিতিতে দিরাই ইতিহাসের অংশ হয়ে থাকবে।
    আমীরে হেফাজত শায়েখ আজিজুর রহমানের সভাপিত্বে জেলা উপজেলা ও বিভিন্ন এলাকার শীর্ষ স্থানীয় ওলামা মাশায়েগণ উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা আয়োজকদের।

    আরও খবর

    Sponsered content