প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ৬:৪৪:২৫ অনলাইন সংস্করণ
আকতার সাদিকঃ ফেসবুকে আল্লামা মামুনুল হক কে নিয়ে কটুক্তির প্রেক্ষিতে জন বিক্ষোভ টেকাতে ঝুমন দাস আপনকে ১৬ মার্চ রাতে আটকের পর তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছিল শাল্লা থানা পুলিশ।
আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঝুমন দাস অদ্যাবধি কারাগারে রয়েছে।
এবার শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আলোচিত সেই ঝুমন দাশ আপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝুমন দাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।