• করোনা ভাইরাস নিউজ

    শাল্লায় ১ম দিনে করোনার টিকা নিলেন ইউএনওসহ ৩০ জন

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ১০:১৩:০৪ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি- বৈশ্বিক করোনা মহামারি নিয়ন্ত্রণ ও দেশ সুরক্ষায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১ম দিনে ৭২ জন কোভিড-১৯ এর টিকার ১ম ডোজ গ্রহণ করলেন। রবিবার ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান করা হয়।

    টিকা গ্রহণে শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার টিকা গ্রহণ করেন। পরে পর্যায়ক্রমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মির্জা মোর্শেদা, ডাঃ নূরুল হুদা মজুমদার, সিনিয়র স্টাফ নার্সেস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবির খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার বসুদেব দাস, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভুতোষ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জগন্নাথ রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ টিকা গ্রহণ করেন।
    জানা যায়, টিকা গ্রহণের শুরুর দিনে মোট ৭২জনের নাম রেজিস্ট্রশনভ‚ক্ত রয়েছে। এরমধ্যে সারাদিনে মোট ৩০জন কোভিড-১৯ এর টিকার ১ম ডোজ গ্রহণ করেছেন। ওইসময় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
    এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার বলেন, টিকা গ্রহণ করার পর এ পর্যন্ত আল্লাহ রহমতে সুস্থ আছি। এখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। যারা দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক লোকজনসহ সকলকে টিকা নিতে আহ্বান জানান তিনি।
    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেনের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি স্বভাবিক ভাবেই টিকা গ্রহণ করেছি। এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছি না। স্রষ্টার কৃপায় সুস্থ আছি। তিনি আরো বলেন, কোভিড-১৯ এর টিকা নিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে জনগণকে অবহিত করেছি। আশা করছি দেশ সুস্থ রাখতে পর্যায়ক্রমে সকলেই এ টিকা গ্রহণ করবেন।

    আরও খবর

    Sponsered content