• নির্বাচন

    ২৮ ফেব্রুয়ারী মতলব পৌর নির্বাচন বিএনপির বর্জনঃ ৩নং ওয়ার্ডে কাউন্সিলরকে ঘিরে ভোটারদের সব জল্পনা কল্পনা

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৮:০৫:৫৫ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ আগামি রবিবার ২৮ ফেব্রুয়ারী হতে যাচ্ছে মতলব দক্ষিন পৌরসভার নির্বাচন। নির্বাচনে ধানের শীষের মেয়র পদপ্রার্থী নির্বাচন বর্জন করায় মতলব পৌরসভার সদর ৩নং ওয়ার্ডটিকে নিয়েই পুরো নির্বাচনের স্বাদ নিতে চায় জনগন। কারন সকল ওয়ার্ডেই প্রার্থী সীমিত ও দলীয় মনোনয়ন প্রাপ্ত। কিন্তু সদর ০৩ নং ওয়ার্ডে ৪ সিংহের লড়াই, নেই কারো প্রতি একক ভাবে দলীয় মনোনয়ন, সকলের রয়েছে প্রচুর জনসমর্থন ও নিজ নিজ প্রচারনায় ব্যাস্ত নিজেরা! তাই পুরো পৌরসভায় আলোড়ন সৃস্টি করছে এবং সকলেরই আকর্ষণ, কে হতে যাচ্ছেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর? কে হবে জনগনের মুল্যায়নে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর? এদিকে ব্যপক জনপ্রিয় ছাত্রলীগ নেতা লিখন সরকার ও ২ বারের কাউন্সিলর কিশোর ঘোষের মধ্যে চলছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই দুই দলকে কেন্দ্র করেই মানুষের মধ্যে চলছে কানাঘুষা। অন্যদিকে জনপ্রিয় প্রার্থী আল আমিন প্রধান ঠান্ডা মাথায় ওনার মাঠ গুছিয়ে নিচ্ছেন। শক্তির বিচারে তিনিও কম নয় এবং জনগনের কাছেও আছে সমর্থন! এদিকে ছাত্রলীগের অপর শক্তিশালী প্রার্থী মোস্তফা কামাল রনি তার ঘর গুছাতে ব্যাস্ত সময় পার করছেন, তিনিও সর্বদা সরব ও বিজয়ী হতে বদ্ধ পরিকর। যাচ্ছেন জনগনের কাছে প্রতিনিয়ত! খোঁজ খবর নিয়ে জানা গেছে নির্বাচনের দিন তিনি তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করবেন জনগনের সেবক হিসেবে নিজেকে বিজয়ী করতে। তাই ৩নং ওয়ার্ডে কি ঘটবে ২৮ তারিখে এটা নিয়েই সাধারণ ভোটারদের কৌতুহল।

    আরও খবর

    Sponsered content