প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২১ , ১:১৩:০৯ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ উত্তর নলুয়া চৌরাস্তা সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে কয়েক মাস আগে গড়ে তোলা হয় একটি সামাজিক জামে মসজিদ। যা ধর্মপ্রাণ মুসল্লীদের হৃদয়ে নিংড়ানো পবিত্র ভালবাসা ও সাধারন মুসল্লীদের অর্থায়নে গড়ে উঠে। এখন সেই মসজিদের মুসল্লী ও এলাকার যুবকদের অক্লান্ত পরিশ্রমে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। নির্বাচন খুব সন্নিকটে এবং অপরদিকে করোনা ক্রান্তিলগ্নে তারপরেও সকল প্রকার শৃঙ্খলা ও স্বাস্থ্য বিধি মেনে তা পালন করা হবে বলে এলাকার যুবকরা সে লক্ষে কাজ করে যাচ্ছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব আওলাদ হোসেন লিটন (সাবেক ২বারের পৌর মেয়র ও বর্তমান আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থী)। ওয়াজিন হিসেবে থাকবেন, প্রধান বক্তা- মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা কাজী মোঃ জাকির হোসেন হেলালী (খতিব, ভাটিরচর বাস ষ্ট্যান্ড জামে মসজিদ, ঢাকা)। বিশেষ বক্তা- হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসাইন (ইমাম ও খতিব বিআইডব্লিউটি লঞ্চ ঘাট, চাঁদপুর), মুফতি ও হাফেজ মাওলানা আমির হোসাইন লাকসামী (ইমাম, নবকলস বায়তুল গফুর জামে মসজিদ), মাওলানা মোহাম্মদ আলী শামীম (মতলব)। উক্ত মাহফিল পরিচালনা করবেন, মাওলানা হাফেজ নজরুল ইসলাম (ইমাম ও খতিব, অত্র মসজিদ)। মাহফিলে সভাপতির আসন অলংকৃত করবেন, মোহাম্মদ মানিক বেপারী।
আয়োজনেঃ যুব সমাজ ও এলাকাবাসী, উত্তর নলুয়া চৌরাস্তা।