প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৬:১১:০৯ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কালে বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংঠনিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ ও সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ পৌর শহরের ভুবির পয়েন্টে এলাকার অসহায়-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি আবুল মনসুর জমসেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নোমান হাসান খাঁনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজামান বদরুল, এলাকার মুরুব্বীগনের মাঝে এরশাদ আলী, জহির মিয়া প্রমুখ।
এছাড়াও সদর উপজেলার সভাপতি নয়ন আহমেদ, সহ-সভাপতি সফর আলী, সহ-সভাপতি রুজেল আহমেদ, সাধারণ সম্পাদক মেশন রানা, মোঃ সোহেল মিয়া, শরীফ উদ্দিন, খোকন, রকমান,আকমদ আলী প্রমুখ।