• অর্থনীতি

    সিলেটের ব্যবসায়ী প্রতিষ্ঠান এম বি কর্পোরেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ৫:১৪:৩৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। অলি আউলিয়ার স্মৃতি ধন্য দু’টি পাতা একটি কুঁড়ির দেশ আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটে ব্যতিক্রমী উদ্যোক্তা ব্যবসায়ী প্রতিষ্ঠান এমবি কর্পোরেশন এর মতবিনিময় সভায় সম্প্রতি নগরীর আম্বর খানায় গোল্ডেন টাওয়ারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
    মিলাদ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এম.বি কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহবুব বক্ত চৌধুরী।
    উপস্থিত ছিলেন সাভার ঢাকার এনএসআই পরিচালক সাহেদ, অগ্রনী ব্যংক এর সিনিয়র অফিসার সৈয়দ ফরহাদ, দৈনিক ভাটি বাংলা ডটকম এর সম্পাদক ও প্রকাশক এস এম ওয়াহিদুল ইসলাম, ব্রকার হাউস শেয়ার মার্কেট এর শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমদ, জাবেদ ফুড আরএসএম মাসুদ আহমদ, চা ব্যবসায়ী ও গভেষক তানজিল আহমেদ, ব্যবসায়ী রনি আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্দোক্তা জাহেনা বেগম, সাংবাদিক মুজাম্মেল, সাংবাদিক বদরুল ইসলাম আরএসএম সিল ফুড জিল্লুর রহমান ব্যবসায়ী ও উদ্দোক্তা মুমীন রহমান ব্যবসায়ী ও ফাইভস্টার গ্রুপের এমডি, নাসির হোসেন, উদ্দ্যক্তা মিফতাহ, শুভ,আমিন, রুমন জাবের হোসেন মৌলভী তাছলিম চৌধুরী উদ্দোক্তা সৈয়দা ফারহানা উদ্দোক্তা মেহরিমা গ্রুপের কর্নদার মেহরিমা বক্ত চৌধুরী সাঈদ,ডালিম রহমান ও আবীর প্রমুখ।
    স্বাগত বক্তব্যে এম.বি কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহবুব বক্ত চৌধুরী বলেন আমরা প্রাথমিকভাবে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মাধ্যমে ব্যবসা শুরু করতে যাচ্ছি, পর্যাপ্ত বিনিয়োগ, উদ্দোক্তা ও পার্টনার এবং শেয়ার হোল্ডার সংগ্রহ হলে আমরা ক্রমান্বয়ে বিভিন্ন পণ্য নিজেরাই উৎপাদন শুরু করবো। আমাদের এখানে বিনিয়োগ অপেক্ষাকৃত ঝুঁকিমুক্ত এবং ১০০% স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হবে। একজন শেয়ার হোল্ডার, পার্টনার এবং উদ্দোক্তা নিজেই কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন।
    আর যারা নিজে অংশ নিতে পারবেন না তাদের কাছে নির্দিষ্ট সময়ে আয়-ব্যয়ের হিসাব বিবরণী পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।
    আমরা ভেজালমুক্ত ও মানসম্পন্ন পণ্য বিপননে অঙ্গীকারবদ্ধ।

    আরও খবর

    Sponsered content