প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৪২:৪৬ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ করোনার ক্রান্তিলগ্নে জীবন রক্ষা ও করোনা মহামারীতে আক্রান্ত হওয়া থেকে স্বাস্থ্য বিধি রক্ষাকল্পে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে৷ যার ফলে ছাত্র-ছাত্রীদের অবস্থা অনেক করুন পরিনতীতে পরেছে৷ কারন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় এতদিন যাবত বন্ধ থাকার ফলে তাদের মনে অলসতা চলে এসেছে৷ এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেধা, জাতির মেরুদন্ড তৈরীর কারখানা ও তাদের ভবিষ্যৎ। কিন্তু দেশের সকল কিছু সচল ও চলমান থাকলেও চলমান নেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো। এদিকে গত কয়েক মাস আগে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনির (এমপি) এক বিবৃতিতে জাতিয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ সকল কলেজগুলো খুলে দেয়ার অনুমতি প্রদান করা হয়, শুরু হয় স্থগিত পরিক্ষা, ফরম পূরন ও ভর্তির কার্যক্রম। এতে করে শিক্ষা জট ও ফাইনাল পর্বগুলোর মধ্যে আসে কিছুটা স্বস্তি। কিন্তু দুঃখজনক হল, গত ২২ ফেব্রুয়ারী এক বিবৃতিতে পুনরায় শিক্ষা মন্ত্রী সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন৷ তিনি সেখানে বলেন, আগামী ১৭ ই মে সকল হল গুলো খুলে দেয়া হবে, ২৪ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো পুনরায় চালু করা হবে এবং বন্ধ হওয়া পরিক্ষা গুলো চালু করা হবে। এদিকে এই সমস্যার দ্রুত সমাধান করার জন্য, পরিক্ষার্থীদের চলমান পরিক্ষা চালু করার জন্য এবং স্বাস্থ্য বিধি মেনে সকল প্রকার কার্যক্রম এখনই চালু করার দাবি নিয়ে সারা বাংলাদেশের সাথে চাঁদপুর সরকারি কলেজের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতীতে ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে গতকাল ২৫ শে ফেব্রুয়ারী ১টি মানব বন্ধন অনুষ্ঠিত হয়৷ মানব বন্ধনে শত শত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুখরিত ছিল চারিদিক। সকলের হাতে ছিল রং বেরঙ্গের নানা প্রতিবাদ মূলক ও অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ প্লেকার্ড।
মানব বন্ধনে বলা হয়, সকল প্রতিষ্ঠান চলমান, রাস্তা-ঘাটে মানুষের বিচরন, গাড়ি চলাচল, নৌ চলাচল সহ দেশ বিদেশে ভ্রমন ও হাজার হাজার পার্ক সচল থাকা সত্বেও কেন এভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকবে? কেন পরিক্ষা বন্ধ করে ছাত্র-ছাত্রীদের বয়স নস্ট করবে? এটা ছাত্র-ছাত্রীদের প্রতি অবিচার দাবি করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান গুলো চালু করার জোড় দাবি জানান। তারা আরো যানান, ৭ কলেজের দাবি মেনে নিয়েছে, তাদের সকল কার্যক্রম চলমান রেখে জাতিয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা কলেজগুলো বন্ধ থাকা মানে এটা বৈষম্য তৈরী করা! তারা দ্রুত এর সমাধান কামনা করেন।