প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ১:৫৯:৫১ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধিঃ শাল্লা উপজেলায় মোটরসাইকেল দিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার চাকুয়া গ্রামের পাশে পদ্মবিলের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের হারুন মিয়ার ছেলে আনোয়ার মিয়া। জানা যায়, শুক্রবার সকালে দুই মোটরসাইকেল দিয়ে প্রতিযোগীতা দেয়ার সময় একজন আরেকজনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার আনোয়ারকে মৃত ঘোষনা করেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, দিরাই উপজেলার পাশে পদ্মবিলের নিকটে এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহযোগীতায় ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ময়না তদন্তের বিষয়টি এখন সিলেট কোতোয়ালী থানার অধীনে।