• নির্বাচন

    ভোটারদের নিকটে প্রতিনিয়ত চলছে কাউন্সিলর প্রার্থী পিন্টু সাহার প্রচারনা মূলক কার্যক্রম

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ৬:১৫:২৩ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ আর মাত্র ২দিন বাকী আসন্ন মতলব দক্ষিন পৌর নির্বাচনের। তাই প্রার্থীরা বিজয়ের জন্য নানা পদ্ধতি অবলম্বন করে চালাচ্ছে নিজ নিজ প্রতিকের প্রচারনা কার্যক্রম। তেমনি ০৭ নং আওয়ামীলিগ মনোনয়ন প্রাপ্ত কাউন্সিলর প্রার্থী পিন্টু সাহার উটপাখি মার্কার প্রচারনা চালাচ্ছে তিনি নিজে ও তার কর্মিরা। জনগনের দুয়ারে দুয়ারে কুড়াচ্ছেন ভালবাসা ও চাচ্ছেন ভোটারদের মুল্যবান ভোট। তিনি তার নির্বাচনী প্রচারনায় জনগনের অধিকার প্রতিষ্ঠা, উন্নত, আধুনিক ও মাদক মুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করার ওয়াদা করেন। এদিকে ০৭ নং ওয়ার্ডে ২জন প্রার্থী রয়েছেন সাবেক কাউন্সিলর আহিজল মুন্সি (মার্কা পানির বোতল) ও বর্তমান আ.লীগ মনোনয়ন প্রার্থী পিন্টু সাহা (মার্কা উটপাখি)। তবে নতুন ও তরুন প্রার্থী হিসেবে পিন্টু সাহার অগ্রগতি ও তার প্রতি জনগনের যথেষ্ট স্বতস্ফুর্ত ভালবাসা রয়েছে। মাঠ জরিপে তিনি এগিয়ে আছেন জনগনের ভালবাসা নিয়ে।

    আরও খবর

    Sponsered content