• লিড

    বীর মুক্তিযোদ্ধা আবু হেনা চৌধুরীর ইন্তেকাল, আজ আমেরিকায় জানাজা ও বুধবার দাফন

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৫০:২১ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু হেনা চৌধুরী আমেরিকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।
    মরহুমের পারিবারিক সূত্রে জানা যায় আবু হেনা চৌধুরী কয়েকদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
    রোববার বাংলাদেশ সময় বিকাল ৩ টায় তিনি নিউইয়র্ক শহরে বড় ছেলের বাসায় মৃত্যুবরণ করেন।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
    তিনি মাতা, স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে এবং ভাইবোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।
    জন্ম ও শিক্ষাঃ সোয়াতিয়র গ্রামের ঐতিহ্যবাহী সম্ভান্ত্র মুসলিম পরিবারের মরহুম রকিব উদ্দিন চৌধুরী ও সালমা চৌধুরীর ১১ সন্তানের (৬ ছেলে ও ৫ মেয়ের) মধ্যে বড় সন্তান আবু হেনা চৌধুরীর জন্ম ১৯৪৭ সালে।
    তৎকালীন সময়ে দিরাই উপজেলার হাতেগোনা কয়েকজন উচ্চ শিক্ষিতদের একজন আবু হেনা চৌধুরীর প্রাথমিক শিক্ষা নিজ গ্রামের সোয়াতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পন্ন করে দিরাই উচ্চ বিদ্যালয়ে ২ বছর লেখাপড়ার করেন। পরবর্তীতে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হোন। জুবিলী থেকে ১৯৬৬ সনে কৃতিত্বের সাথে মেট্রিকুলেশন পাস করে ভর্তি হোন সুনামগঞ্জ সরকারি কলেজে, সেখান থেকে ১৯৬৯ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হোন সিলেটের এমসি কলেজে। ছাত্রাবস্থায় পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সুনামগঞ্জের বালাট সাব সেক্টর কমান্ডার আব্দুল মুত্তালিব এর অধীনে অসীম সাহসীকতার সাথে যুদ্ধ করে ঘরে ফেরেন দেশ স্বাধীন হওয়ার পরে।
    স্বাধীনতা যুদ্ধের পরে আবার পড়ালেখায় ভর্তি হোন সিলেটের এমসি কলেজে। ১৯৭৪ সালে ইংরেজিতে অনার্স কৃতিত্বের সাথে পাস করে ভর্তি হোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে ১৯৭৬ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করে কিছুদিন একটি কলেজে শিক্ষকতা করে চলে যান দেশের বাহিরে। মরহুম আবু হেনা চৌধুরীর ছোট ভাই আবুল মুনসুর চৌধুরী বুলবুল বলেন স্বাধীনতা যুদ্ধের পূর্বে এমসি কলেজে অধ্যায়নকালে সিলেটে আইয়ুব খান এর মিটিংয়ে জুতা নিক্ষেপের ঘটনায় আবু হেনা চৌধুরীও অভিযুক্ত হয়ে কিছুদিন গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
    আজ আমেরিকায় জানাজা ও বুধবার দাফনমরহুমের ছোট ভাই সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু হেনা চৌধুরী’র জানাযার নামাজ আজ সোমবার ১৫-০২-২০২১ খ্রিঃ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
    দেখার শ্রদ্ধা নিবেদন সময়ঃ আমেরিকার সময় বিকাল ০৩ঃ৪৫ (বাংলাদেশ সময়) রাত ০২ঃ৪৫ ঘটিকার।
    জানাযা’র নামাজের সময়ঃ আমেরিকা সময় বিকাল ০৪ঃ১৫ রাত ০৩ঃ১৫(বাংলাদেশ সময়)
    স্থানঃ Jamaica Muslim Center
    85-37 JMC way  Jamaica NY 11432
    মরহুম আবু হেনা চৌধুরীর ছোট ভাই সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ আমেরিকায় অবস্থানরত আত্মীয় স্বজন ও বান্ধবদের জানাজায় অংশ গ্রহণ এবং দেশ-বিদেশের সবাইকে মরহুম আবু হেনা চৌধুরীর আত্মার মাগফিরাতের জন্য দুয়ার করতে আহ্বান জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content