• আইন আদালত/সাজা

    ধোবাউড়ায় ২ মাদকাসক্ত’কে ভ্রাম্যমান আদালতের নগদ অর্থ দন্ডসহ জেল জরিমানা

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ৩:৪৯:৪২ অনলাইন সংস্করণ

    আব্দুলমতিন মাসুদ, ময়মনসিংহ।। ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন ও সরঞ্জামাদী সাথে পাওয়ার অপরাধে ১- মোঃ মনিরুজ্জামান রাছেল কে নগদ ২-হাজার টাকা ও ২-মাসের জেল জরিমানা ও মোঃ আলী হোসেন ২-কে মাদক সেবন এর অপরাধে ১-মাসের বিনাশ্রমকারাদণ্ড প্রদানকরা হয়েছে । মাদক সেবী মোঃ আলী হোসেন কে এরশাদ বাজার থেকে মাদক সেবন অবস্থায় ধরে ১-বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা করেছে ভ্রাম্যমাণ আদালত। আলী হোসেনের বাড়ি পার্শ্ববর্তী হালুয়াঘাট থানার গ্রাম গাবরাখালী, গ্রামে,এরশাদ বাজার থেকে মাদক সেবন অবস্থায় ধরাপড়ছে

    ধোবাউড়া উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের, ছেলে মোঃ মনিরুজ্জামান রাসেল কে নিজ বাড়িতে মাদক সেবন এবং মাদকের সরঞ্জামাদি সাথে পাওয়ার অপরাধে জেল জরিমানা, করা হয়েছে । আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা হাসান, সহকারী কমিশনার( ভূমি)আজ শনিবার ২৭/২/২১ইং নগদ ২০০০ হাজার টাকা এবং ২-মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে । এসময় সাথে ছিলেন ময়মনসিংহ মাদকনিয়ন্ত্রন কর্মকর্তা চন্দন গোপাল শুর। নাজির হাসমত উল্লাহ সুমন,এসআই আব্দুর রাজ্জাক সহ সংঙ্গীয় ফোর্স।রাসেল মিয়া ও আলী হোসেন কে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ফেরন করা হয়েছে। বলে জানাগেছে।

    আরও খবর

    Sponsered content