প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৫৯:০৩ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দিরাই উপজেলার সুজানগর গ্রামের মৃত সত্তার মিয়া’র পুত্র মাদক সেবী ও শীর্ষ জুয়াড়ি লিটন মিয়াকে দিরাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ।
গত বুধবার বিকেলে দিরাই থানা রোডস্থ সেন মার্কেটের সামন থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আবুল হাসনাতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী লিটন মিয়াকে আটক করা হয়।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- আটক আসামী দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিল। গতকাল গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার আটক আসামীকে সুনামগঞ্জ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।