• নির্বাচন

    দল সমর্থিত প্রার্থী পিন্টু সাহাকে সমর্থন করে নির্বাচন থেকে ইস্তফা দিলেন আবু সাঈদ দেওয়ান

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ৯:২৬:৩৪ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মতলব দক্ষিন পৌরসভা নির্বাচনে ০৯ টি ওয়ার্ডকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামিলীগ থেকে পৌর মেয়র হিসেবে মনোনয়ন পান সাবেক ২বারের মেয়র আওলাদ হোসেন লিটন৷ একই সাথে কাউন্সিলর প্রার্থী হিসেবে ০৯ টিকে ওয়ার্ডের জন্য দলীয় শৃংখলা রক্ষার্থে ০৯ জনকে মনোনয়ন প্রদান করেন৷ কিন্তু কমিশনার প্রার্থী হিসেবে প্রতিটি ওয়ার্ডেই একই দলীয় বিদ্রোহী প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পৌরসভার ০৭ নং ওয়ার্ডে মনোনয়ন পায় পিন্টু সাহা এবং তার প্রতিক ছিল “উটপাখি” মার্কা৷ পিন্টু সাহার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজ দলীয় আবু সাঈদ দেওয়ান (সাবেক ইউপি মেম্বার) পাঞ্জাবি মার্কা নিয়ে মাঠে নামেন। কিন্তু জনসমর্থন থাকা স্বত্বেও গতকাল তিনি পৌর মেয়রের উপস্থিতীতে এক জরুরী বৈঠকে দলীয় শৃংখলা ও নৌকার বিজয় নিশ্চিত করতে এবং দলীয় মনোনয়ন প্রার্থী পিন্টু সাহার “উটপাখি” মার্কা সমর্থন করে নির্বাচন থেকে ইস্তফা দেন৷ তিনি বলেন, আমার চাইতে আমার দল ও দলের সমর্থন বড়ো। তাই সকলের নিকট আকুল আবেদন, ২৮ তারিখ কোন ভেদাভেদ না রেখে নৌকা ও ০৭ ওয়ার্ডে “উটপাখি” মার্কার বিজয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করে সবাই।

    এদিকে পিন্টু সাহাও সকলের উদ্দেশ্য বলেন, ০৭ নং ওয়ার্ডকে পৌর সভার মডেল ও মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহোযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, পৌরসভা এ-ই ওয়ার্ড একটি সুন্দর ও যথাযথ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বদা আপ্রাণ চেষ্টা করবেন।

    আরও খবর

    Sponsered content