প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ১১:০৩:০৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে লোকনাথ পূজাঁ দেখতে গিয়ে প্রতিপক্ষের দাড়ালো অস্ত্রের ঘাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতের নাম দিপু বিশ্বাস (৩৫)। তিনি জয়কলস গ্রামের মৃত লাল মোহন দাসের পুত্র এবং আহতরা ব্যাক্তিরা একই গ্রামের মৃত কানাই বিশ্বাসের পুত্র জামিনি বিশ্বাস (৫৫)। হামলাকারী ঘাতক রণ বিশ্বাস (৩৬) জয়কলস গ্রামের রমন বিশ্বাসের পুত্র। বৃহস্প্রতিবার রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানায়ায় ঘটনার দিন একই গ্রামে গোরুপদ গোস্বামী বাড়িতে হিন্দু ধর্মালম্বয়ী লোকনাথ পুজাঁর অনুষ্ঠান চলছিল সেখানে বিভিন্ন গ্রামের মানুষের সমাগম হয় ঐ পূজাঁ মন্ডবে। দিপু বিশ্বাস পূজাঁ মন্ডপ থেকে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় পূর্ব পরিকল্পিত ভাবে উতপেতে থাকেন রন বিশ্বাস সামনে আসামাত্রই পথরোধ করে দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত কনের। রক্তে রঞ্জিত খুনী রন বিশ্বাস সাথে থাকা দিপু বিশ্বাসের ভগ্নীপতি জামিনি বিশ্বাসকেউ আস্ত্রাঘাত ঘাতক করেন। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দিপু বিশ্বাস মারা যায় এবং জামিনি বিশ্বাস গুরুতর আহত হন। পরে এলাকাবাসী খুনী রন বিশ্বাসকে ঘন পিটুনি দিয়ে আহত করে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং নিহত দিপু বিশ্বাসের মরাদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) কাজী মোক্তাদির হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক আসামী রণ বিশ্বাসকে আটক করা হয়েছে এবং নিহতের স্বজনরা একটি হত্যা মামলা দায়ের করেন।