প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৯:২১:৩১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক আরোহী নিহত এবং অপর ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম শান্ত রায় (২২)। তিনি জেলার দিরাই থানার চন্নারচর ইউনিয়নের চন্নারচর গ্রামের গ্রামের পান্ডপ রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে সিলেট থেকে দিরাইয়ের চন্নারচরে যাওয়ার উদ্দেশে বন্ধুদের সাথে রওয়ানা দেন নিহত শান্ত রায়। তারা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায় মোটরসাইকেল (সিলেট-ল-১১ ৭১৩৩)সহ ৩ আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত রায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার নিহত ব্যক্তি তার নির্বাচনী এলাকার বলে জানান। তিনি এ ঘটনায় মর্মাহত হবে সাবধানতার কোন বিকল্প নেই। এজন্য প্রতিটি চালককে সর্তকতার সাথে গাড়ি কিংবা মোটরযান চালানোর পরামর্শ দেন। তিনি আরো জানান নিহত শান্ত রায়ের আপন কাকু শ্যামারচর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মিলটন রায়ও প্রায় ৬ বছর পূর্বে আগে শ্যামারচর বাজার হতে মোটর সাইকেলযোগে সুনামগঞ্জে আসার পথে নীলপুর বাজারের পাশে সড়ক র্দূঘটনায় প্রাণ হারান।€
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১২.০২.২১
দক্ষিণ সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১,আহত ২ জন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক আরোহী নিহত এবং অপর ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম শান্ত রায় (২২)। তিনি জেলার দিরাই থানার চন্নারচর ইউনিয়নের চন্নারচর গ্রামের গ্রামের পান্ডপ রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিলেট থেকে দিরাইয়ের চন্নারচরে যাওয়ার উদ্দেশে বন্ধুদের সাথে রওয়ানা দেন নিহত শান্ত রায়। তারা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায় মোটরসাইকেল (সিলেট-ল-১১ ৭১৩৩)সহ ৩ আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত রায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার নিহত ব্যক্তি তার নির্বাচনী এলাকার বলে জানান। তিনি এ ঘটনায় মর্মাহত হবে সাবধানতার কোন বিকল্প নেই। এজন্য প্রতিটি চালককে সর্তকতার সাথে গাড়ি কিংবা মোটরযান চালানোর পরামর্শ দেন। তিনি আরো জানান নিহত শান্ত রায়ের আপন কাকু শ্যামারচর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মিলটন রায়ও প্রায় ৬ বছর পূর্বে আগে শ্যামারচর বাজার হতে মোটর সাইকেলযোগে সুনামগঞ্জে আসার পথে নীলপুর বাজারের পাশে সড়ক র্দূঘটনায় প্রাণ হারান।€
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।