প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ১২:০৯:১০ অনলাইন সংস্করণ
মোঃ নাঈম তালুকদার।। দক্ষিণ সুনামগঞ্জের পাগলা উপ- স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনা টিকা নিয়েছেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান । আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১২টার দিকে টিকা নেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উপ- স্বাস্থ্য কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধা সহ অনান্য নেতাকর্মীরাও করোনা টিকা গ্রহণ করবেন।
ওবায়দুর রহমান কুবাদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এই মরণঘ্যাতি করোনা ভাইরাস প্রতিরোধ করতে টিকা গ্রহন করা শুরু হয়েছে। আমি টিকা গ্রহন করেছি প্রায় ৫ ঘন্টা হয় কোন প্বার্শ প্রতিক্রিয়া হয়নি। তাই করোনা মোকাবেলায় ভিত না হয়ে নিজ নিজ দায়িত্বে সকলেই টিকা গ্রহন করুন।