• নির্বাচন

    ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ১০:২৭:৫২ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁও পৌর শহরের ১২ নং ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে সৌরভ হোসেন নামে এক ব্যবসায়ির ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে।

    গত মঙ্গলবার রাতে রোড রেল ষ্টেশন এলাকার মুদি ও সাউন্ড সিস্টেম ভ্যারাটিজ দোকানে হামলার অভিযোগে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক সৌরভ।

    লিখিত অভিযোগে জানা যায়, ওই দিন রাতে আবু সাঈদ, তৌফিক ও আলিমসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সৌরভের ব্যবসা প্রতিষ্ঠান “সৌরভ পিসিতে” নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে হামলা চালায়। এ সময় তারা সৌরভের দোকান ভাংচুর ও মারপিট করে সৌরভকে আহত করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। আশপাশের ব্যবসায়িরা এগিয়ে এসে প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

    ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, রাতেই পুলিশ পাঠিয়েছি। একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content