• কৃষি সংবাদ

    জামালগঞ্জে ফসলরক্ষা বাধঁ ও গুচ্ছগ্রাম পরিদর্শন ও সুধী সবাবেশে – উপমন্ত্রী এনামুল হক শামীম

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১ , ২:২০:৪১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরের উজ্জ্বলপুর ফসলরক্ষা বাধঁ ও গুচ্ছগ্রাম পরিদর্শন শেষে সুধী সমাবেশ মিলিত হন পানি সম্পদ উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ।
    সোমবার বিকেলে ফসল রক্ষা বাঁধ ও গুচ্ছগ্রাম পরিদর্শন শেষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৌলাই বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পানি সম্পদ উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুুুহিবুুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বিজৎ দেব প্রমূখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, জিতেন্দ্র তালুকদার পিন্টু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপ মন্ত্রী এনামুল হক শামীম বলেন, আওয়ামীলীগ একটি সংগ্রামের নাম তাই এই সরকারের আমলে দেশে যে উন্নয়ন হচ্ছে স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলে করা সম্ভব হয়নি ।
    প্রধানমন্ত্রূী শেখ হাসিনা মজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে দেশের সকল ভুমিহীনরা পাকা ঘর পাচ্ছেন। তেমনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গুচ্ছগ্রামে ৬০টি অসহ্য়া পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে । তিনি আরো বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় তার সন্তান তারেক রহমান এই দেশের টাকা লুট করে বিদেশে অর্থ প্রচারে করে কালো টাকাকে সাদা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে কাজ করার অ জানান।

    আরও খবর

    Sponsered content