• মৌলভীবাজার

    কুলাউড়ায় আমজুপ বাজারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন-

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২৭:০০ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আমজুপ বাজারে, আমজুপ বাজারে বব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ফ্রিজ এন্ড ফ্রিজ নককাউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্টিত হয়।

    আমঝুপ বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং খেলা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আমজাদ আলী আকুলের সভাপতিত্বে, বাজার কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিজনের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একে.এম সফি আহমদ সলমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা চৌধুরী পপি এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, আমঝুপ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ চিনু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক এবং ক্রীড়ানুরাগী সৈয়দ এবি এম হান্নান, পালগ্রাম সন্নত কুসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উস্তার মিয়া, বি আর ডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, ইউ পি সদস্য আনু মিয়া, আরিফুল ইসলাম বেলাল, আব্দুল মোক্তাদির মনু, আব্দুল মোক্তাদির তালেব, ইসমাইল হোসেন, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন, চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আমিনুল ইসলাম স্বপন প্রমুখ

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান একে.এম সফি আহমদ সলমান বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তরুন সমাজ কে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং এমন একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করায় ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং খেলা পরিচালনা কমিটির ভূয়সী প্রশংসা করেন।

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইলেভেন স্টার ক্লাব হাসিমপুর এবং হিংগাজিয়া ফুটবল একাদশের মধমধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। হিংগাজিয়া ফুটবল একাদশ কে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে ইলেভেন স্টার হাসিমপুর