প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ৬:১৯:৩৮ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ভাটি বারাপৈত (মাঝপাড়া) গ্রামের মরহুম মন্তাজ আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সহ তার পরিবারের অন্যান্য লোকজনের উপর পরিকল্পিত ভাবে গত বুধবার সন্ধ্যায় অতর্কিত হামলা করেছে একই গ্রামের সন্ত্রাসী প্রকৃতির কতিপয় লোকজন। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা জলাল উদ্দিনের পরিবারের লোকজনকে স্থানীয়রা উদ্ধার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ভাটি বারাপৈত (মাঝপাড়া) গ্রামের ময়নুল হকের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঐদিন রাতে ও বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ভাটি বারাপৈত (মাঝপাড়া) গ্রামের ময়নুল হকের পুত্র সাকিব আহমদ (৮) ঐদিন বিকালে বাড়ির পাশে খেলার মাঠে গেলে একই গ্রামের আনাইর ছেলে সায়েম আহমদ (১১) তার সঙ্গে তর্কবিতর্ক ও ঝগড়াঝাটি শুরু করে তাকে মারপিট করে। পরে সে বাড়িতে গিয়ে তার আত্বীয়-স্বজনকে ঘটনা বললে ঐদিন সন্ধ্যায় সায়েম আহমদের পক্ষে পরিকল্পিত ভাবে একই গ্রামের মোবারক আলীর পুত্র আনাই, আব্দুল মালিক, আব্দুল লতিফ, আব্দুল লতিফের পুত্র রুহেল আহমদ, রুমেল আহমদ, আনাইর পুত্র শাকিল আহমদ গংরা সাকিব আহমদের বাড়িতে এসে তাকে মারপিট করে অপহরনের চেষ্টা করে।
এসময় সায়েম আহমদের পক্ষের লোকজনের অতর্কিত হামলায় বীর মুক্তিযোদ্ধা জলাল উদ্দিনের পুত্র শাহান হোসেন (২২), ময়নুল হকের স্ত্রী নাছিমা বেগম (৩৫), ছেলে পারভেজ মোশারফ (১৬), সাকিব আহমদ (৮), মেয়ে পারুল বেগম (১৬) আহত হন। এ সময় আব্দুল লতিফের পুত্র রুহেল আহমদ ময়নুল হকের মেয়ে পারুল বেগমের গলা হইতে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় ময়নুল হকের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার এএসআই সাইদুর রহমান, এএসআই বিকাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে আলাপকালে কানাইঘাট থানার এএসআই সাইদুর রহমান, এএসআই বিকাশ বলেন, ছোট দু’টি শিশুর ঝগড়া-বিবাদ নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনের উপর হামলার ঘটনার তদন্ত চলছে। তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনের উপর হামলার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।