• মৌলভীবাজার

    কাদিপুরে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২১ , ৯:০১:০০ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার প্রতিনিধি: ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়নের অন্তর্গত কাদিপুর গ্রামে শ্রী শ্রী কাদিপুর কালী বাড়ির আয়োজনে মন্দির প্রাঙ্গণে আসছে আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার থেকে ১৫ ফেব্রুয়ারী সোমবার পর্যন্ত বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ১ম বারের মতো শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনদিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে শনিবার সকাল ৭টায় শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তনের মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, রাত ৯টায় মহোৎসবের শুভ অধিবাস, রোববার ব্রাহ্মমুহুর্ত হইতে শ্রীশ্রী হরিনাম যজ্ঞের শুভারম্ভ, দুপুর ১টায় ভোগরাগ নিবেদন ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, সোমবার নামযজ্ঞ সমাপনান্তে দধিভান্ড ভঞ্জন, ব্রজের ধুলি গ্রহণ, মধ্যাহ্ন ভোগারতি ও মোহন্ত বিদায়। দেশবরেণ্য কীর্ত্তনীয়াদের প্রানবন্ত কীর্ত্তণ পরিবেশনায় অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী যজ্ঞানুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী কাদিপুর কালী বাড়ী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content