প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২১ , ১০:১৮:৩০ অনলাইন সংস্করণ
নাঈম তালুকদারঃ দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি সিলেট জেলা যুবলীগ নেতা রেদওয়ান মাহমুদ।
সম্প্রতি মাটিয়াপুর গ্রামের বিভিন্ন পাড়ায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পরে রাতে গ্রামের
২৫তম ওরস উপলক্ষে আয়োজিত মাহফিলে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে কোশল বিনিময় ও উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্যে দোয়া ও সহযোগিতা প্রাথর্না করেন।
রেদওয়ান মাহমুদ উনার বক্তব্যে বলেন মাটিয়াপুর আমার পার্শ্ববর্তী গ্রামে। আমি আপনাদের এক সন্তান হিসেবে শুভেচ্ছা বিনিময় ও দেখা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি।
করিমপুর ইউনিয়নের আগামী নির্বাচনে আমি জনগণের সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি।