• মানববন্ধন

    করালজান জলমহাল প্রকৃত সদস্যদের অধিকারের দাবীতে জামালগঞ্জে মানববন্ধন

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৪২:৩৯ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ করালজান (সুন্দরপুর) গ্রুপ জলমহালের ইজারাদার হরিপুর মৎসজিবী সমবায় সমিতির বঞ্চিত সদস্যদের অধিকার আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের আছানপুর বাজারে মানববন্দন অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জের জামালগঞ্জ বেহেলী ইউনিয়নের আছানপুর বাজারে হরিপুর মৎসজিবী সমবায় সমিতির বঞ্চিত সদস্যদের উদ্যোগে মানববন্দন অনুষ্ঠিত হয়।

    এসময় বহিরাগত প্রভাবশালী মহাজনদের আত্মসাতের হাত থেকে করালজান (সুন্দরপুর) গ্রুপ জলমহালের ইজারাদার হরিপুর মৎসজিবী সমবায় সমিতির বঞ্চিত সদস্যদের অধিকার আদায়ের লক্ষ্যে, সাধারণ সম্পাদক ধিরেন্দ্র রায়, সদস্য অর্চনা রায়, সদস্য দিলিপ রায়, সদস্য গীতা রায়, বিশ্বম্ভর রায়, সদস্য হরিদাস রায়, সদস্য নিত্য রায়, সদস্য রেখা রায়, সদস্য আভন রায়, সদস্য মিল্টন সরকার, সদস্য মিন্টু সরকার, সদস্য জুনু সরকার, সদস্য নির্মল তালুকদার, সদস্য জুয়েল তালুকদার, সদস্য বিপ্লব তালুকদার, সদস্য অনিল রায়, সদস্য অঞ্জন সরকার, সদস্য অসিত সরকার, সদস্য গোপাল রায় উপস্থিত ছিলেন।

    এসময় মানবন্দনে বক্তারা বলেন, মৎস্য সমিতির সাধারণ সম্পাদক, জামালগঞ্জ উপজেলার করালজান গ্রুপ জলমহালটি দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনায় ভূমি মন্ত্রনালয় থেকে ১৪২৫-১৪৩০ বাংলা সনের জন্য ইজারাপ্রাপ্ত হয়ে সরকারের জলমহাল নীতিমালা অনুযায়ী বিগত ০৩ (তিন) বছর ধরে সমিতির প্রত্যেক সদস্য পুজিঁ বিনিয়োগ করে জলমহালটিতে মৎস্য সংরক্ষণ করে আসছেন তারা।

    নীতিমালা অনুযায়ী ওই বছরে ১৪২৭ বাংলা জলমহালটিতে মৎস্য আহরণের কথা রয়েছে।

    কিন্তু সমিতির সভাপতি প্রভীর রায় ও তাঁর আপন ভাই সমিতির সহ সভাপতি প্রভাকর রায় মৎস্য আহরণের মৌসুমে শুরুতেই এলাকার কিছু প্রভাবশালী মহাজন ও চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত শ্রেণীর লোকজনকে নিয়ে আরোচ্য জলমহালটিটিতে মৎস্য আহরণ করে লুটপাট করে নিয়ে যাচ্ছে।

    অভিযোগে বলা হয়, মিতির নিরিহ প্রকৃতির কোন সদস্য জলমহালটিতে দীর্ঘ গত ৩ বছর ধার-দেনা করে বিনিয়োগ-শ্রমঘামের মাধ্যমে মৎস্য সংরক্ষণ করার পরেও অভিযুক্ত প্রভাকর রায় ও প্রভীর রায় জোরপূর্বক সদস্যদেরকে জলমহাল থেকে বিতারিত করে। অন্যান্য সদস্যদের ন্যায্য পাওনা ও মৎস্য আহরণের সুযোগ থেকেও বঞ্চিত রেখেছেন।

    অসহায় মৎস্য সমিতির সদস্যরা তাঁদের ন্যায্য পাওনা আদায়ের জন্য এবং অভিযুক্ত প্রভাকর রায় ও তার সহোদর প্রভীর রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা।

    উল্লেখ্য, হরিপুর মৎস্যজিবী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক ধীজেন্দ্র রায় সহ ২০ জন সদস্য মৎস্য আহরণের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা সমবায় অফিসার বরাবরে গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    আরও খবর

    Sponsered content