• নির্বাচন

    ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে মোঃ আবু সাইদ দেওয়ান সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশি

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ১০:২৬:২১ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ আসন্ন আগামী পৌর নির্বাচনে মতলব দক্ষিন পৌরসভার ০৭ নং ওয়ার্ডে কাউন্সিলর (কমিশনার) প্রার্থী হিসেবে সাবেক ইউপি মেম্বার, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সম্মানিত সদস্য, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি এবং বর্তমান পৌর ০৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ আবু সাইদ দেওয়ান ০৭ নং ওয়ার্ড বাসির সমর্থন ও তাদের দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তৃতা দান করেন উত্তর নলুয়া চৌরাস্তা সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদে সকল মুসল্লী গণের উদ্দেশ্যে।

    তিনি সেখানে সকলের উদ্দেশ্যে বলেন, ০৭ নং বাসির উন্নয়ন, ওয়ার্ডের কল্যান, গরীব, দুস্ত, অসহায়দের অধিকার ও সার্বজনীন সেবা দানে তৎপর থাকবেন। একই সাথে তিনি আরো বলেন, বিগত সময় তিনি যখন ইউপি মেম্বার ছিলেন চেষ্টা করেছেন জনগণের সেবা ও নিজেকে যথাযথ ভাবে গরীব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে। তারপরেও যেহেতু মানুষ মাত্রই ভুল-ভ্রান্তির থাকতে পারে সেই দিকে লক্ষ করে ক্ষমার দৃষ্টিতে দেখে পুনরায় তাকে উন্নয়নের মডেল হিসেবে ০৭ নং কে গড়ার লক্ষে সুযোগ দেয়ার অনুরোধ করেন। উক্ত সময়ে মসজিদে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি, কমিটির সেক্রেটারী, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও মুসল্লীগণ। সবশেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে তাবারক বিতরন করেন দোয়া প্রার্থী আবু সাইদ দেওয়ানের পক্ষ থেকে।

    আরও খবর

    Sponsered content