• অপমৃত্যু

    সুনামগঞ্জে রেস্তোরাঁ কর্মচারীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ১০:১৫:০৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের রান্নাঘরে এক রেস্তোরাঁর কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম নিশি দাশ (২৩)। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে রেস্তোারাঁর চারতলায় নিজ কক্ষে গামছা দিয়ে জানালার গ্রিলে ফাঁস দেওয়া অবস্থা মরদেহ উদ্ধার করে পুলিশ।
    নিহত নিশি দাস সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তাড়ইল গ্রামের ময়না দাসের ছেলে।
    জানা যায়, সন্ধ্যায় রেস্তোরাঁর কাজ শেষ করে নিশি তার কক্ষে ফিরে যায়। পরে আর কারো সঙ্গে যোগাযোগ করেনি। তার সহকর্মীরা রাতে গিয়ে তার খোঁজ নিলে কক্ষের দরজা বন্ধ পান। এ ঘটনা রেস্তোরাঁ মালিক আমির হোসেনকে জানানো হয়। তিনি পুলিশকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
    রেস্তেরার মালিক আমির হোসেন জানান, নিশি আমার রেস্তোরাঁয় পেন্ট ধোয়ার কাজ করতো। কেন সে ফাঁস দিলো তা বুঝতে পারছি না।
    বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার এসআই অঞ্জন পুরকায়স্থ জানান, ঘরের দরজা ভেঙে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জানালার গ্রিলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content