• কৃষি সংবাদ

    সুনামগঞ্জে গণশুনানির মাধ্যমে পি আইসি গঠন ও দ্রুত ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৭:৩৩:৪৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে দ্রুত ফসল রক্ষাবাধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকাল ১১টায় হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সুনামগঞ্জ শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহী চৌধুরী শুভর সঞ্চালানায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহŸায়ক সুখেন্দু সেন, গোপেন্দ্র সমাজপতি, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি, রমেন্দ্র কুমার দে, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর,সংবাদকর্মী মো. আনোয়ারুল হক,দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মুহিবুর রেজা টুনু ও সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল,সহ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।
    মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে হাওর দূর্নীতির কারণে হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। তখন জেলার ২ লাখ হেক্টর জমির ধান বিনষ্ট হয়। এবছরও ১৭ সালের নমুনা দেখা যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্ত বাঁধ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে না। গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না। আজ থেকে হাওরের প্রত্যেক বাধে কাজ শুরু করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রæয়ারির মধ্যে বাধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ২০ ভাগ বাধের কাজ শুরু হয়নি। এখন পর্যন্ত অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। এগুলো ভালো লক্ষন নয়। উল্লেখ্য জেলার ১১ টি উপজেলায় সংগঠনের সদস্যরা এক যুগে এ কর্মসুচি পালন করেছে।

    আরও খবর

    Sponsered content