প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৮:১৭:৪৫ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। বিদায়ী ২০২০ সাথে আলোচিত সমালোচিত এসএমপির পুলিশের ভূমিকা! তাই জনবান্ধন পুলিশিং সেবা নিশ্চিত করতে একযােগে সব থানার ওসিকে বদলি করে অনন্য একটি নতুন রেকর্ড গড়েছেন সিলেট মেট্রােপলিটন পুলিশ কমিশনার মাে: নিশারুল আরিফ।
এ বদলিটাকে অনেকেই সময় উপযোগী, নগরবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন, শুদ্ধি অভিযান ও জনবান্ধব পুলিশিং বলে মনে করছেন।
পাশাপাশি কােনাে তদবির গুরুত্ব না দিয়ে জনস্বার্থে এ আদেশ আসায় সুশিল সমাজ থেকে এসএমপির কমিশনারকে স্বাগত জানানাে হয়েছে।
এসএমপির মােট ছয়টি থানা রয়েছে। বিগত বছরে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান মৃত্যুর ঘটনায় পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। ঠিক সেমুহূর্তেই পুলিশ কমিশনার হিসেবে বদলি হয়ে আসেন মাে: নিশারুল আরিফ। তিনি এসেই সকল থানার ওসিদের কড়া বার্তা পৌঁছে দেন। তবে ধীরে ধীরে নতুন আঙ্গিকে সাজানাের উদ্যােগ নেন এসএমপিকে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে এসএমপিতে বদলি হয়ে আসেন অনেক পুলিশ ইন্সপেক্টর। সেখান থেকে বাছাই করে ৬ জানুয়ারি ছয় থানায় নতুন ওসি পদায়ন করা হয়। এরা হলেন- কোতোয়ালি থানায় এসএম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরানে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির ও মোগলাবাজারে মো. শামসুদ্দোহা।
এর আগে কোতোয়ালিতে ওসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন ও মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম।