• সিলেট

    সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২১ , ১০:২৫:২৯ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

    গত ০২/১২/২০২০খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকা হইতে ০৪.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় জনৈক মোঃ মুজমিল মিয়া, পিতা-মৃত মছরব আলী, সাং-ভোলাগঞ্জ, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট বর্তমানে বড়শলা রফিক মিয়ার বাসা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট হইতে তাহার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল যাহার রেজিঃ নং-সিলেট-ল-১১-৮৬১০ গাড়িটি তাহার বর্তমান ঠিকানার বাসা হইতে চুরি হয়। এই বিষয়ে তিনি বাদী হইয়া গত ০৪/১২/২০২০খ্রিঃ তারিখ মামলা দায়ের করিলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ মোঃ খোরশেদ আলম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করিয়া চোর সনাক্ত পূর্বক তাহাদেরকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

    গত ০৩/০১/২০২১ খ্রিঃ তারিখ অত্র চুরির ঘটনায় জড়িত আসামীদের পুলিশ রিমান্ডে আনিয়া আসামী ১। কয়েস আহমদ তালুকদার (৩৪), পিতা-মুহিদ আলী, সাং-গোটাটিকর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে জিজ্ঞাসাবাদ করিয়া তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সৈয়দ মাহবুবুর রহমান ও তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া ০৪/০১/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ২১.৪০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন নাজির বাজার এলাকার মেসার্স ড্রাগ লাইন ফার্মেসী এর সামনে পাকা রাস্তার উপর পরিত্যাক্ত অবস্থায় চোরাই যাওয়া পালসার মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে আছে।

    সূত্রঃ এসএমপি’র পেইজ থেকে।

    আরও খবর

    Sponsered content