প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ১:৪২:১৩ অনলাইন সংস্করণ
ফারজান মৃদুলা
শিশুশ্রম বন্ধ হোক কত শত চেষ্টা সেমিনার মিটিং, উঠান বৈঠক তথ্যপ্রযুক্তি র মাধ্যমে সচেতন করার শর্তেও কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না বরং আরো ভয়ানক ভাবে বেড়ে চলছে শিশুশ্রম।
অটোরিকশা নির্দিধায় তুলে দেওয়া হচ্ছে মাত্র ১২-১৪ বছরের শিশুকিশোরদের হাতে।
তারাও এর পরিণতি না বুঝেই নিজেদের অকপটে এ পেশায় নিয়োজিত করছে।অবাক করার বিষয় হচ্ছে এদের মধ্যে শিশুসুলভ কোন আচরণই লক্ষ করা য়ায় না বরং তারা নিজেদের প্রাপ্ত বয়স্কদের সাথে জরিয়ে স্মার্টফোনের অপব্যবহার সহ ধুমপান করতেও উৎসাহীত হয়ে উঠেছে।সেই সাথে এই ক্ষুদে চালকদের রিক্সা চানোর গতিবিধি এতটাই বেপরোয়া যে, যার জন্যে প্রায়ই শুনাযায় দূর্ঘটনার খবর।জীবন নাশের ভয় থাকে যাত্রী ও চালক উভয়েরই।
নিয়তির নির্মম পরিহাসের শিকার তারা।এ নিয়ে তাদের ভিতরে বিন্দুমাত্র আফসোস নেই। কর্তৃ পক্ষের কাছে প্রশ্ন এই শিশুদের এই কর্মপথ বেছে নেওয়ার দায় কারা নেবে?
উল্লেখ্য সিলেটের বালুচর, নতুন বাজার, টিলাগড়, শিবগঞ্জ পয়েন্ট, শাহীঈদগায় গেলেই এই ক্ষুদে চালকদের মেলা দেখা মেলে।তাদের কয়েকজনের সাথে আলাপ করে জানা যায় প্রায় অর্ধ শতকেরও বেশি শিশু চালক রয়েছে এই এলাকাগুলোতে।কি করেই বা অটোরিকশার মালিকরা তাদের হাতে তুলে দিচ্ছেন তা বোধগম্য নয়।কতৃপক্ষইবা
নজরদারী করছেন এ বিষয়ে তা হয়ত অজানা নয় ! অনুরোধ করছি এই মরণ ফাঁদ থেকে শিশুদের রক্ষা করুন ।
বাংলাদেশ সরকার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাতে দৃঢ় প্রত্যয় শিক্ষা উপকরণ, উপবৃত্তি সহ নানা রকম সুযোগ সুবিধা দেওয়া সত্বেও কেন এখনও এই শিশুগুলোর পরিবার নিরুৎসাহিত লেখাপড়া করাতে,সেইদিকও নজরদারী বৃদ্ধি করা প্রয়োজন।২০১৫ সালের মধ্যে শিশুশ্রম নির্মূলের লক্ষে যে পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছিলো তা আজও যেন সফলতার দাড় ছুঁতে পারছেই না।
“শিশুশ্রম নয়,শিশুদের জীবন হোক স্বপ্নময়”
মাননীয় প্রধানমন্ত্রী র এত চমৎকার কথাটির যথার্থ রুপ চাই, যেন শিশুশ্রম চিরতরে নিপাত যায় এ সমাজ হতে।
শিশুশ্রম যদি বন্ধ করা না হয় আমাদের সভ্যসমাজ কে প্রতিনিয়ত ধিক্কার দিয়েই যাবে যতই বাস করিনা কেন ডিজিটাল যুগে তা কেবল ক্ষণস্থায়ী রয়ে যাবে।
কেননা আজকের শিশু আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাদের হাতে খাতা-বই এর বিকল্প কিছু যেন না থাকে।
আসুন আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসি।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট