প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৮:০৫:০০ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়েছে।
গতকাল (০৭/০১/২০২১খ্রিঃ) রাত অনুমান ০৭:৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব রমিজ আহমদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার ১নং রোড টিভি সেন্টারের বিপরীত পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। জুনায়েদ মিয়া (২৪), পিতা- আফতাব আলী, মাতা- ছায়ারুন বেগম, সাং- ভাটেরা, মেরাবই, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- কয়েস মিয়ার বাসা, চামেলী আবাসিক এলাকা, মেজরটিলা, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে সিলেট সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।