• গ্রেফতার/আটক

    সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে লালদিঘীর পাড়ের হোটেল থেকে ১২ জন নারী পুরুষ আটক

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ১২:০১:৩৯ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক হোটেলে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ০৬ জন পুরুষ ও ০৬ জন নারী গ্রেফতার করা হয়েছে।

    গতকাল ২০/০১/২০২১ ইং তারিখ ২০.০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় হোটেল সোনালীতে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার) এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব এস এম আবু ফরহাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র)/মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় হোটেল সোনালীতে আকস্মিক অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ০৬ (ছয়) জন নারী ও ০৬ (ছয়) জন পুরুষ সহ মোট ১২ (বার) জনকে আটক করিয়াছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content