• আন্তর্জাতিক

    মার্কিন কংগ্রেসে হামলায় পুলিশসহ নিহত ৫, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ট্রাম্পের!

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ২:১৮:৫৮ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। মার্কিন কংগ্রেসে সমর্থকদের তাণ্ডবের একদিন পর জো বাইডেনকে প্রেসিডেন্ট মেনে নিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়ার জোরালো দাবির মধ্যেই এক ভিডিও বার্তায় এ প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় আহত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ নিয়ে সহিসতায় ৫ জনের মৃত্যু হল।
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হতে বাকি আর ১২ দিন। কিন্তু বুধবার কংগ্রেসে হামলার পর মেয়াদ শেষের আগেই তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন ডেমোক্র্যাট এবং তার নিজ দল রিপাবলিকানরা। ২৫ তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিও। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ক্যাপিটলে হামলা তিনি উসকে দিয়েছেন।

    যদিও ২৫ তম সংশোধনী প্রয়োগ নিয়ে কোনো ক্যাবিনেট সদস্যের সাথে আলোচনা করেননি মাইক পেন্স।

    এদিকে ট্রাম্পকে অভিসংশনের কোনো ইচ্ছা বাইডেনের নেই বলে জানিয়েছেন তার সহযোগীরা। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দিকেই বাইডেন মনোযোগ দিচ্ছেন বলে জানান তারা।

    এদিকে এক ভিডিও বার্তায় জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তি প্রেসিডেন্ট মেনে নেন ট্রাম্প। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তেরের প্রতিশ্রুতি দেন তিনি। মার্কিন কংগ্রেসে হামলার নিন্দা জানিয়ে যারা আইন ভঙ্গ করেছে তাদের চড়া মূল্য দিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কংগ্রেসে অনুপ্রবেশকারী ও বিক্ষোভকারীরা আমেরিকান গণতন্ত্রকে কলুষিত করেছে। যারা সহিংসতা ও ধ্বংসযজ্ঞে জড়িত তারা এ দেশের প্রতিনিধিত্ব করে না। যারা আইন ভঙ্গ করেছেন, তাদের মূল্য দিতে হবে। আমরা সবেমাত্র একটি নির্বাচন শেষ করেছি তাই আবেগ এখন বেশি। তবে এখন মাথা ঠান্ডা রাখতে হবে এবং শান্তি ফিরিয়ে আনতে হবে।

    হামলার ঘটনায় ট্রাম্পের সঙ্গ ছাড়তে শুরু করেছেন তার ঘনিষ্ঠরা। ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিক মালভেনি, মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ, পরিবহন মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন।

    আরও খবর

    Sponsered content