• ত্রাণ বিতরণ

    মানবতার টানে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন তরুণ সাংবাদিক জিয়াউল হক আকন

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৩:৫৮:০৫ অনলাইন সংস্করণ

    বাকেরগঞ্জ প্রতিনিধি|| কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সময়ের দক্ষিণাঞ্চল নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো.জিয়াউল হক আকন। অাজ ২৯ জানুয়ারি ( শুক্রবার) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ পৌরসভায় বিভিন্ন স্থানে দূর দূরান্ত থেকে আসা বেদে পরিবারের মাঝে শতাধিক শীতবস্ত্র প্রদান করেন তিনি।

    এ সময় সাংবাদিক মো.জিয়াউল হক অাকন জানান,মানুষ মানুষের জন্য আর অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমরা যারা ভালো আছি আর এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। অসহায় মানুষের জীবন যাপন অনেকটাই কস্টকর হয়ে থাকে,আর যে কষ্টকর জীবন যাপনের দিনগুলো দূর করা তাদের সাধ্যের মধ্যে নয়। এর মধ্যে সবচেয়ে মানবেতর জীবনযাপন করেন বাড়ি-ঘর হারানো মানুষরা। যারা নিজেদের বাড়ি ঘর হারিয়ে অন্য অঞ্চলে অন্যের দ্বারা আশ্রিত যাদের বসবাসের নির্দিষ্ট কোনো স্থান নেই তারা হলেন বেদে পরিবার।

    খোলা আকাশের নিচে অবস্থান করা এসব অসহায় বেদেরা কোনো রকম তাবু খাটিয়ে বসবাস করে। বাংলাদেশের অধিকাংশ বেদেরা বসবাস করেন বিভিন্ন অঞ্চলগুলোতে। মৌসুমভেদে শীত, খড়া ও বৃষ্টি তাদের জন্য চরম কষ্টের। এ শীতে তারা কেমন আছে? বাস্তবেই তীব্র শীতে তাদের জীবন একেবারে নাজেহাল। সে খবর জানে না অনেকেই।

    একদিকে তাদের রয়েছে খাবার ও বাসস্থানের কষ্ট। অন্য দিকে প্রচণ্ড শীতে রয়েছে শীতবস্ত্রের কষ্ট। যে কষ্টের অনুভূতির কথা লিখে বা বলে প্রকাশ করা সম্ভব নয়। ছোট ছোট শিশুরা বস্ত্রহীন হয়ে শীতে কাঁপতে ছিলো যাহা এক মর্মান্তিক দৃশ্য। আল্লাহ তাআলা বেদে পরিবারের তুলনায় স্বাধীনভাবে নিজ নিজ জনপদে বসবাসকারীদের অনেক ভালো রেখেছেন। তাই যারা ভালো আছেন, এ ভালো থাকাটা তাদের জন্য মহান আল্লাহর এক মহান নেয়ামত ও রহমত।

    তাই ভালো থাকা মানুষগুলোর উচিত, ভালো থাকার নেয়ামত ও রহমতের শুকরিয়া স্বরূপ অসহায় মানুষ ও শীতার্তদের সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। বাড়ির পাশে যে কোনো অসহায় প্রতিবেশির খোঁজ নেয়া। যাদের অতিরিক্ত শীতের কাপড় আছে প্রতিবেশি বস্ত্রহীন মানুষকে তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এটা মানুষের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।

    শীতবস্ত্র প্রদান কালে উপস্থিত থাকেন দৈনিক ভোরের কুমিল্লা পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জাহিদুল ইসলাম, আলোকিত বরিশাল পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি বেল্লাল হোসেন রিয়াজ, দৈনিক সময়ের দক্ষিণ অঞ্চল নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক জহিরুল হক আকন, বার্তা সম্পাদক খান মেহেদী, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা বাকেরগঞ্জ প্রতিনিধি গাজী আসাদুজ্জামান রাকিব, সময়ের দক্ষিণ অঞ্চলের স্টাফ রিপোর্টার রুবেল আহমেদ। বিজয়ের আলো টিভি বাকেরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন, দক্ষিণের খবর প্রতিনিধি ইয়াসিন হাওলাদার প্রমুখ।

    আরও খবর

    Sponsered content