• নির্বাচন

    মতলব দক্ষিণ পৌর নির্বাচনঃ নৌকার পক্ষে ০৭ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আবু সাইদ দেওয়ান’র পথ সভা

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ৬:২৯:২৯ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ পুনরায় মতলব দক্ষিন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ আওলাদ হোসেন লিটন। আসন্ন মতলব দক্ষিন পৌরসভা নির্বাচনে বহু জল্পনা কল্পনার পর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি পৌর মেয়র পদে পুনরায় নৌকা প্রতীক পাওয়ার পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারী সন্ধ্যার সময়ে উত্তর নলুয়া চৌরাস্তা মোড়ে লোকে লোকারণ্য পথসভায় আবেগময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু সাইদ দেওয়ান (সাবেক ইউপি মেম্বার)। তিনি সেখানে উপস্থিত  জনতার কাছে নৌকার বিজয় কামনা, জনগনের ভোট, সমর্থন কামনা সহ বর্তমান সরকারের নানা সফলতার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, মেয়র আওলাদ হোসেন লিটন একজন সৎ ও যোগ্য প্রার্থী যার ফলে দল তাকে পুনরায় স্বসম্মানে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। উপস্থিত অসংখ্য জনতা তাকে অত্যান্ত সুন্দর ভাবে ও সুস্থ পরিবেশে এমন আলোচনার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানান।

    মানুষের উপচে পড়া ঢল আর নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠে উত্তর নলুয়া চৌরাস্তার চারিদিক।
    এছাড়াও জনাব মোঃ আবু সাইদ দেওয়ান ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। সংক্ষিপ্ত আলোচনা সভাটি আয়োজন করেন মোঃ আবু সাইদ দেওয়ানের নেতৃত্বে উত্তর নলুয়া চৌরাস্তা সংলগ্ন ও আশেপাশের নৌকা প্রতীকের সমর্থকগণ।

    0Shares

    আরও খবর

    Sponsered content