প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ২:২০:৪৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান আক্তার (চামচ প্রতীক ) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর সভার নির্বাচন আজ ১৬ ই জানুয়ারী রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোঃ আক্তারুজ্জামান আক্তার ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী বর্তমান মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া নৌকা প্রতীকে ৮০১৮ ভোট পেয়েছেন।