প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ১০:১১:৫২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: সিলেট মঞ্চ’ নাগরিক সেবা পরিষদের উদ্যোগে ২ শতাধিক হতদরিদ্রদের মধ্যে শীত বস্র বিতরন করা হয়েছে।
বুধবার ৬ জানুয়ারী দুপুরে সিলেট নগরীর সুবিদ বাজার পয়েন্টে এ শীত বস্র বিতরন অনুষ্ঠিত হয়। এতে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের বিভাগীয় কমিটির সভাপতি সজিব রশিদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন’র পরিচালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট মঞ্চ’র ফাউন্ডার মেম্বার বশির আহমেদ, বক্তব্য রাখেন সিলেট মঞ্চ’র সহ-সভাপতি মির্জা রেজুয়ান বেগ, রেবেকা জাহান রুজি,তুহিন চৌধুরী,আম্বিয়া বেগম,শেখ নাজমা,পাভেল চৌধুরী,শিহাব আহমেদ,
আহসান হাবীব, যুগ্ম সাধারন সম্পাদক এস এ শাহরিয়ার মিটু, রাধে মল্লিক তপন,এমদাদুল হক জীবন,রাজন আহমেদ মাসুদ,আশিষ দাস,এস এম টিটু,আবু সাইদ তালুকদার আবু,সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী,এস বি রাহাত,আনিসুর রহমান খান আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ,স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক সম্পাদক এম এইচ রহমান। উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান চৌধুরী,
বাবলু আহমদ প্রমুখ।
এসময় ‘সিলেট মঞ্চ’র বিভাগীয় কমিটিতে নতুন ২৫ জনের নাম ঘোষনা করা হয়। সহ-সভাপতি পদে মির্জা রেজুয়ান বেগ, গোলজার চৌধুরী,পাভেল চৌধুরী, জাকারিয়া হোসেন জুসেফ, আব্দুল মজিদ,শেখ মোহাম্মদ আল-আমিন,শাহ আলম কিরন, রিনা তালুকদার,
উকিল আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমানুল হাসান,দিদার আহমদ, জোবায়ের আহমেদ চৌধুরী, আবু সাঈদ তাং আবু,
আল-আমিন তালুকদার,হেলাল আহমদ, আক্তার হোসেন, সহ-সাধারন সম্পাদক পদে সঞ্জয় রায় শিপলু,রুপম আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক পদে মামুন কবির চৌধুরী,আহমেদ মাছুম,আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান চৌধুরী,স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এম এইচ রহমান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল বশির উদ্দিন সরকার,মহিলা বিষয়ক সম্পাদিকা দিতি দাশ।