• লিড

    দিরাই উজান ধল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা সুরুজ আলীর ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ১:০৮:৪৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ধল গ্রামের বাসিন্দা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী আজ সকাল সাড়ে ৬ ঘটিকায় ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    মৃত্যু কালে উনি ৬ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
    মরহুমের জানাজা পূর্ব রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন ও দিরাই থানার পুলিশ সদস্যবৃন্দ।
    এসময় উপস্থিত ছিলেন তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম মিন্টু, দিরাই উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ রুপন মিয়া প্রমুখ।
    দুপুর ২ টায় ধল শাহী ঈদগাহ জামে মসজিদের সামনে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শাহী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content