প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৩:২৩:৫৩ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।। সুনামগঞ্জের দিরাইয়ে এক অসহায় মহিলাকে মারপিট ও নির্যাতনের অভিযোগে দিরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবুল কাসেম সহ ২০ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে নির্যাতিতা মহিলা আনোয়ারপুর গ্রামের ছায়েদ আলীর স্ত্রী আলেয়া বেগম।
সিআর মামলা নং ১০/২০২১ দিরাই।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার ১৫/০১/২০২১ ইং তারিখে দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামে বাদীনির ভাড়াটে বাড়ীতে, নবনির্বাচিত কাউন্সিলর আবুল কাসেম সহ নামাংকিত ২০জন আসামীগণ মিলিত হয়ে- হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র লাঠি, দা, লোহার রড নিয়ে বাদীনির ভাড়াটে বাসার সম্মুখে এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া শুরু করে।
১ নং আসামী কাউন্সিলর আবুল কাসেম হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে বলে যে, তোর স্বামীর রোগ এলাকায় ছড়িয়ে পরবে, তোরা আজই এই এলাকা ছেড়ে চলে যা নইলে পিটিয়ে এলাকা ছাড়া করবো। তখন আমি বাহিরে এসে আসামীগণকে বোঝানোর চেষ্টা করিলে, ২ নং আসামী সৈদূর তার হাতের লাঠি দ্বারা আঘাত করে আমার বাম হাতে রক্তাক্ত জখম করে। ৩নং আসামী ছাদিকুর মিয়া ও ৪ নং আসামী খোকন মিয়া আমার কাপড় ধরে টানা-হেঁচড়া করে আমার শ্লীলতাহানি করে।
পরে এজহারে উল্লিখিত বাকি আসামীগণ বেধড়ক মেরে আমাকে অজ্ঞান করে বাসায় থাকা নগদ বিশ হাজার টাকাসহ দুই ভড়ি স্বর্ণ লুটপাট করে নিয়ে যায় এবং প্রায় দশ হাজার টাকার মালামাল ভাংচুর ও ক্ষতি সাধন করে।
আমার শোর চিৎকারে আশ-পাশের লোকজন ও মানিত সাক্ষীগণ জেবু আক্তার, রুপা বেগম, করিম মিয়া, সাইফুল ও সাহিদ আলী প্রমুখ এলাকাবাসী এগিয়ে আসলে আসামীগণ বলে আজ প্রাণে বেচে গেলে তুই, তোর স্বামী সন্তানকে নিয়ে যদি আজকের মধ্যে চলে না যাছ তাহলে তোকে ও তোর পরিবারের কাউকে খুন করে নদীতে ভাসিয়ে দিব। এই হুমকি দিয়ে আসামীগণ চলে যায়। পরে মানীত সাক্ষী ও প্রতিবেশিদের সহযোগিতায় আহত বাদিনীকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান বলে মামলার বাদিনী আলেয়া বেগম আর্জিতে উল্লেখ করেছেন।
এব্যাপারে অভিযুক্ত প্রধান আসামি দিরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আবুল কাশেম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি দুই মহিলার বিরোধ এখানে আমাকে রাজনৈতিক কারণে আসামি করা হয়েছে,আমি মিটিং এ আছি পরে আলাপ করছি বলে ফোনের লাইন কেটে দেন।