• সুনামগঞ্জ

    দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২১ , ১:৩৬:১০ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিরাই উপজেলা পৌর ও সরকারি কলেজ ছাত্রদল শাখার আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় স্থানীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১১টায় সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালী।

    দিরাই বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি স্থানীয় ছাত্রদলের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নেতা আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শাহীনুর রহমান শাহীনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা লিপন হাসান চৌধুরী, দিরাই পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, সাবেক ছাত্রদল নেতা উপজেলা তরুণ দলের সভাপতি রেজাউল করিম চৌধুরী।

    এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা সাব্বির আহমদ তালুকদার, রেজাউল হাসান রিজু, মুরছালিন আহমদ, পৌর ছাত্রদল নেতা হোসাইন মিয়া, আলামিন মিয়া, তানবীর আহমদ, কলেজ ছাত্রদল নেতা সালমান মিয়া, অমিত হাসান, নাহিদ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি সহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

     

    আরও খবর

    Sponsered content