• ক‌্যাম্পাস

    দিরাই’য়ে আরেকটি উচ্চ বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ৭:১২:২০ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ গতকাল সুনামগঞ্জের দিরাই পৌরসভায় অবস্থিত বাংবাংলাদেশ ফিমেল একাডেমি (BFA)  এর কনফারেন্স রুমে ৩০.০১.২০২১ ইং তারিখে দিরাইয়ে একটি উচচ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বিশিষ্ট সমাজ সেবক গ্রামীণ জনকল্যাণ সংসদ ও বাংলাদেশ ফিমেল একাডেমি (BFA) এর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মোসাররফ মিয়া, সুরঞ্জিত সেন গুপ্ত মহিলা কলেজের প্রিন্সিপাল মিহির রঞ্জন দাস, বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগম, অনলাইন এক্টিভিস্ট ও সমাজ সেবক আব্দুজ জাহির, দিরাই বাজার মহাজন সমিতির সাধারন সম্পাদক ধনীর রঞ্জন রায়, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রভাষক মোসতাক আহমেদ, সাংবাদিক সামসুল ইসলাম সরদার খেজুর, শিক্ষানবিশ আইনজীবী ইমদাদ সরদার, সেন মার্কেট মহাজন সমিতির সহ সভাপতি মুকুল চৌধুরী ও সেবুল রেজা চৌধুরী প্রমুখ।
    মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে দিরাই পৌর সদরে আরেকটি উচ্চ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারী আবারও বৃহৎ পরিসরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন অংশ গ্রহণকারী আব্দুল জাহির। এছাড়াও উক্ত মতবিনিময় সভা থেকে দিরাই’র শিক্ষানুরাগী দেশবিদেশে অবস্থানরত সবাইকে প্রস্তাবিত উচ্চ বিদ্যালয়ের নাম ও স্থান নির্ধারণ, জমি ও অর্থ সহায়তায় যেকোনো ব্যক্তি’কে অংশ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উদ্যোক্তা বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী জামিল চৌধুরী।
    সোশ্যাল মিডিয়ায় দেওয়া উনার পোস্ট হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো —
    জনাব,আসসালামু আলাইকুম, আনন্দের সহিত জানাচ্ছি যে, দিরাই পৌর এলাকায় একটি আইডিয়াল শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্দেশ্যে আগামী ১৩ ফেব্রোয়ারী রোজ শনিবার সকাল ১০.৩০ মিঃ জালাল সিটি সেন্টারে এক সভার আয়োজন করা হয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও মতামতের ভিত্তিতেই প্রস্তাবিত এ উচ্চবিদ্যালয় করার প্রস্তুতি নিয়েছি।
    অতএব মেহেরবানী করে উল্লেখিত সময়ে এ সভায় উপস্থিত হয়ে আপনার মতামত সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, উপদেশ ও মুল্যবান দিকনির্দেশনা সম্বলিত সহযোগীতা দিয়ে বাধিত করিলে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।   বিনীত আহবানে,
    জামিল চৌধুরী- ০১৭১১৩৮৮৪১২

    আরও খবর

    Sponsered content