• আন্তর্জাতিক

    দিরাই’র কৃতি সন্তান নুনু মিয়ার জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী পদক লাভ

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ১২:৫৮:৩৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই’র কৃতি সন্তান, সিলেট কানাইঘাট থানার সাবেক ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কৃতিত্বপূর্ণ অবধানের জন্য শান্তিরক্ষী পদক লাভ করেছেন।
    মোঃ নুনু মিয়া দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতার গাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গর্বিত সন্তান।
    চাকুরী জীবনে র‍্যাব সদর দপ্তর সহ দেশের বিভিন্ন থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ পুলিশের এই চৌকস কর্মকর্তা নুনু মিয়া।
    জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আফ্রিকার সুদানে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ শান্তিরক্ষী পদক পেয়ে সুনামগঞ্জ তথা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন নুনু মিয়া।
    জাতিসংঘের শান্তিরক্ষী পদক ও সার্টিফিকেট পেয়ে এক প্রতিক্রিয়ায় দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টাল’কে মোঃ নুনু মিয়া বলেন- যেকোনো কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের ও গর্বের।
    দিরাই সহ দেশ বাসীর কাছে দুয়া প্রার্থী
    আমি যেনো আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, দক্ষতা, পেশাদারিত্বের ও নিষ্ঠার সাথে পালন করে সুনামগঞ্জ সহ দেশবাসীর মুখ উজ্জ্বল করতে পারি।

    আরও খবর

    Sponsered content